মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিএমপি কমিশনার-র‌্যাব মহাপরিচালকের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩৩, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৩৫, ১৮ অক্টোবর ২০২১

৩৮৮

ডিএমপি কমিশনার-র‌্যাব মহাপরিচালকের পদোন্নতি

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম
র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম

পদোন্নতি পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে তাদের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর দুইটি সুপারনিউমারারি পদে (অবসর, অপসারণ কিংবা অন্যকোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) তাদের উন্নীত করা হলো।

২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাবের প্রধান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে নিয়োগ দেয় সরকার। এর আগে সিআইডির প্রধান ছিলেন তিনি।

আর ২০১৯ সালের সেপ্টেম্বরে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান শফিকুল ইসলাম। এর আগে বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত