বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্ধ ইভ্যালির সাইট, সংশ্লিষ্টরা বলছেন ‘সার্ভার জটিলতা’ 

স্টাফ করেসপন্ডেন্ট

২০:৩৫, ১৬ অক্টোবর ২০২১

৩৯৭

বন্ধ ইভ্যালির সাইট, সংশ্লিষ্টরা বলছেন ‘সার্ভার জটিলতা’ 

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। শনিবার বিকেল থেকে ওয়েবসাইট বন্ধের অভিযোগ করেন গ্রাহকরা। অভিযোগের যাচাইয়ের জন্য ইভ্যালির ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে ইভ্যালির পক্ষ থেকেও তাদের ভ্যারিফাইড ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে তারা উল্লেখ করে- আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সার্ভার চালু করে করার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট।

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব কর্মকর্তা-কর্মচারী শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে সার্ভারসহ অফিসের খরচ চালানো এবং কর্মীদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের আইনজীবীর মাধ্যমে সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।

১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‍্যাব।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত