শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিয়ার আমলে ফাঁসির তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

২০:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২১

৩৩১

জিয়ার আমলে ফাঁসির তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে দেশের বিভিন্ন কারাগারে কত সংখ্যক মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তার তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্যে নিজের দলের সংসদ সদস্যদের উদ্দেশে সরকার প্রধান এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের একটা উদ্যোগ নেয়া উচিত। জিয়ার আমলে প্রত্যেকটা কারাগারে কত মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিশেষ করে ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা, কুমিল্লা- একেকটা ক্যু আর শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আর্মি অফিসার, আর্মি সোলজার, বিমান বাহিনীর ৫৬৩ জন অফিসার সোলজার এরকম কত মারা গেছে?’

এসব তথ্য খুঁজে পাওয়া যাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলো থেকে যায়। এগুলো খুঁজে বের করে দেখেন। একেক রাতে ফাঁসি দিতে দিতে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছেন এখনও এমন লোক আছেন।’

সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার রাখা বক্তব্যের জের ধরেও কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘একটা কথা ভালো বলেছে রুমিন ফারহানা। ইতিহাস ফিরে আসে। হ্যাঁ,ঠিক তাই। আমি সম্পূর্ণ একমত। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। তার ছবিটা দেখানো হত না।’

এসময় পঁচাত্তর পরবর্তী দেশের শাসন ব্যবস্থা নিয়েও কথা বলেন সংসদ নেতা।

তিনি বলেন, ‘আমার অধিকার নাই, আমার বাবা-মা হত্যার বিচার চাওয়ার। আমাদের দলে বেঈমান খন্দকার মোশতাক তো ছিলই। এটা তো অস্বীকার করি না। আমাদের বাড়ির ভাত কার পেটে না গেছে। জিয়াউর রহমান তো খালেদা জিয়াকে নিয়ে মাসে একবার করে আমার বাসায় গিয়ে বসে থাকত।’

প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘এদের কাছে মানবাধিকারের কথা শুনতে হয়, জ্ঞানের কথা শুনতে হয়, আইনের শাসনের কথা শুনতে হয়।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত