শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠনের শুনানি ৫ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৪:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

৪৬৮

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠনের শুনানি ৫ অক্টোবর

খালেদা জিয়ার বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত
খালেদা জিয়ার বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ দিন ঠিক করে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আদালতের স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকায় চার্জ গঠনের শুনানি হয়নি। কিছুদিন হলো বিচারিক কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবীরা।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।

২০০৮ সালরে ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

মামলার আসামিরা হলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (প্রয়াত), তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত