শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষক-শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখাতে নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০১, ২৯ জুলাই ২০২১

আপডেট: ১৪:০৩, ২৯ জুলাই ২০২১

৩২৯

শিক্ষক-শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখাতে নির্দেশনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে সব শিক্ষক ও ছাত্রছাত্রীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বুধবার (২৮ জুলাই) এই নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, ‘সিনেবাজ লিমিটেডে’র ওয়েবসাইট ও অ্যাপস থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেশের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। আদেশে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত