শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে নতুন আরও তিনটি উপজেলা

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪৫, ২৬ জুলাই ২০২১

আপডেট: ১৭:১০, ২৬ জুলাই ২০২১

৩৭৩

দেশে নতুন আরও তিনটি উপজেলা

দেশে নতুন করে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
দেশে নতুন করে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশে নতুন করে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো কক্সবাজারের ঈদগাও থানা, মাদারীপুরের ডাসার থানা এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা। এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি। 

এ ছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ও নিকার সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

নিকারের বৈঠকে মন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত