শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক চায় সৌদি আরব

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৫, ১৯ জুন ২০২১

আপডেট: ১১:৩৬, ১৯ জুন ২০২১

৩৮১

বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক চায় সৌদি আরব

সৌদি আরবে বিভিন্ন খাতে বিদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক দক্ষ শ্রমিককে দেশটিতে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বিএআইআরএ) কার্য নির্বাহী কমিটির তিন সদস্যের প্রতিনিধ দলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান এসব কথা বলেন।

বৈঠকে সৌদি আরবের জন্য বাংলাদেশের গুরুত্ব; বিশেষত শ্রমখাতের গুরুত্ব তুলে ধরেন সৌদি রাষ্ট্রদূত।

বৈঠকে অংশ নেওয়া বিএআইআরএ এর প্রাক্তন সেক্রেটারি জেনারেল শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে শ্রম নিয়োগের বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছেন।

শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশী নিয়োগকারী সংস্থাগুলিকে তালিকাভুক্ত করার বিষয়টিও আলোচনা করা হয়েছিল বলে তিনি জানান।  বিএআইআরএ  এর সদ্য বিলুপ্ত সভাপতি বেনজির আহমেদ এবং সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হাই বৈঠকে অংশ নেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত