বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাথার ওপরে ছাদ পাচ্ছে আরও ৫৩ হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০৮, ১৭ জুন ২০২১

আপডেট: ১৪:০৯, ১৭ জুন ২০২১

৫২৫

মাথার ওপরে ছাদ পাচ্ছে আরও ৫৩ হাজার পরিবার

মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার
মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার

মুজিববর্ষে আরও ৫৩ হাজার ৩৪০ পরিবারকে বিনা মূল্যে ঘর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম শুরু করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের মুখ্য সচিব আহমেদ কায়কাউস বৃহস্পতিবার (১৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কায়কাউস জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ ঘরগুলো দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘এ ছাড়াও এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১ লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে বিনা মূল্যে জমিসহ ঘর দেয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। শুধু গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল পরিবারকে শুধু সেমিপাকা ঘরই দেয়া হচ্ছে না। সাথে সাথে স্বামী-স্ত্রী উভয়ের যৌথ নামে জমির মালিকানাসহ সারা জীবনের জন্য স্থায়ী ঠিকানা দেয়া হচ্ছে। এতে তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে। নারীর ক্ষমতায়নও হচ্ছে।’

মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রার আওতায় প্রথম পর্যায়ে ২৩ জানুয়ারি ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে বিনা মূল্যে ঘর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রতিটি গৃহে দুটি করে বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা থাকবে।

প্রতিটি গৃহ নির্মাণে খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পে খরচ হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৩৭ লাখ টাকা।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত