বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারি চাকরির ৩ লাখ ৮০ হাজার পদ শূন্য, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণিতে

স্টাফ করেসপন্ডেন্ট

০০:২৫, ১৬ জুন ২০২১

আপডেট: ০৯:১৫, ১৬ জুন ২০২১

৪৮৫

সরকারি চাকরির ৩ লাখ ৮০ হাজার পদ শূন্য, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণিতে

বিপুল সংখ্যক পদ বছরের পর বছর শূন্যই থাকছে
বিপুল সংখ্যক পদ বছরের পর বছর শূন্যই থাকছে

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরের আওতাধীন ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি পদ থাকলেও এখন পর্যন্ত ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে। শূন্য পদের বেশির ভাগেই মাঠপর্যায়ের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ বই থেকে এ তথ্য জানা গেছে।

        প্রতিবেদনের তথ্য বলছে- 

  • শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৬ হাজার ৬০৩টি, 
  • দ্বিতীয় শ্রেণির পদ ৩৯ হাজার ২৮টি
  • তৃতীয় শ্রেণির পদ ১ লাখ ৯৫ হাজার ৯০২টি এবং 
  • চতুর্থ শ্রেণির পদ ৯৯ হাজার ৪২২টি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র মতে-
প্রথম শ্রেণির পদে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৯৫০ জন এবং নারীর সংখ্যা ৩৭ হাজার ২৭৯ দ্বিতীয় শ্রেণির পদে পুরুষ এক লাখ ২২ হাজার ২৩০ এবং নারী ৪৮ হাজার ৫৩৬ জন।
তৃতীয় শ্রেণির পদে পুরুষ ছয় লাখ ১২ হাজার ১৮৪ এবং নারী দুই লাখ ৮৩ হাজার ১৩৩ জন। 
চতুর্থ শ্রেণির পদে নারী ৪৫ হাজার ৪৬৪ এবং পুরুষ দুই লাখ ৯ হাজার ১৩৭ জন কর্মরত রয়েছেন

সংশ্লিষ্টরা জানায়, করোনা মহামারির সময়ে অর্থনৈতিক খাত চাঙ্গা করা এবং বেকারত্ব দূর করতে সরকারের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া জরুরি। বিপুল সংখ্যক পদ বছরের পর বছর শূন্যই থাকছে। জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে তা সমাধানের পথ খুঁজতে হবে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত