শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

১৮:৩৮, ১৫ জুন ২০২১

আপডেট: ২২:৩৭, ১৫ জুন ২০২১

৪৬৪

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিলেট জেলার জকিগঞ্জে একটি নতুন গ্যাসকুপের সন্ধান মিলেছে। এটি দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি-বাপেক্স । এরই মধ্যে গ্যাসক্ষেত্রটিতে শিখা প্রজ্জ্বল করা হয়েছে। যার নাম দেওযা হয়েছে সৌভাগ্য শিখা। 

বাপক্সে জানায়,  কূপটির ভিতরে ৬ হাজার পিএসআই গ্যাসের চাপ রয়েছে। ভাসমান গ্যাসের স্তরে এই চাপ প্রতি বর্গ ইঞ্চিতে (পিএসআই) ১৩ হাজারের বেশি। কূপটির ৪টি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবে বিষয়টিতে এখনই বিস্তারিত কিছু জানাচ্ছে না বাপেক্স। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেছেন, এখানে ভালো কিছু আশা করছেন তারা। বিষয়টিতে আরও পর‌্যবেক্ষণ করছেন তারা। তবে একটি সুখবরেরই প্রত্যাশা রয়েছে, বলেন তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত