শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে এমআইএসটি বিশ্ব চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক

১৮:২৮, ১৫ জুন ২০২১

৩৮৭

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে এমআইএসটি বিশ্ব চ্যাম্পিয়ন

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এমআইএসটি’র বিশ্ব চ্যাম্পিয়ন দলকে মঙ্গলবার (১৫ জুন) মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠানটির মাল্টি পারপাজ হলে সম্বর্ধনা দেওয়া হয়। মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে।

ইউরোপ- অ্যামেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সর্বমোট ৮৮টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের সকলকে পেছনে ফেলে এমআইএসটি’র ‘মঙ্গল বারতা’ দলটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করে । 

‘মঙ্গল বারতা’ দলে এমআইএসটির ১৭ জন শিক্ষার্থী অন্তর্ভূক্ত ছিল। এ দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আকিব জামান। দলটির সুপার ভাইজার ছিলেন এমআইটির সিএসই বিভাগের কর্নেল মো. শাহজাহান মজিব এবং ড: মো: মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত এমআইএসটির সকল ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধানগণ এবং আইটি বিভাগের প্রতিনিধি ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত