বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হান্নানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৯, ১৫ জুন ২০২১

৩১৪

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হান্নানের মৃত্যু

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি আসামি ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নানের মৃত্যু হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে। সেখানে মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।

মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এম এ হান্নান।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালে মহাজোটের প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন হান্নান। পরের বছর ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন তার নামে মামলা করেন।

এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এম এ হান্নান ও তার ছেলেসহ মোট আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সে মামলায় ওই বছরের ১০ অক্টোবর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত সপ্তাহে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছর বয়সী এই নেতা। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত