শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চার মাসে বজ্রপাতে মারা গেছেন ১৭৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:১৫, ১২ জুন ২০২১

আপডেট: ১৩:১৯, ১২ জুন ২০২১

৩৬৯

চার মাসে বজ্রপাতে মারা গেছেন ১৭৭ জন

মার্চ-জুন পর্যন্ত চলমান চার মাসে দেশব্যাপী বজ্রপাতে ১৩ শিশুসহ অন্তত ১৭৭ জন মারা গেছেন। শুক্রবার (১১ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডার্সটর্ম অ্যাওয়ারনেস ফোরাম। 

সংবাদ সম্মেলনে বলা হয় মৃত্যদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে, ১৬ জন চাপাইনবাবগঞ্জে, ১৪ জন জামালপুরে, ১৩ জন নেত্রকোনা এবং ১০ জন মারা গেছেন চট্টগ্রামে। 

নিহতদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং নারীর সংখ্যা ২৮ জন। এছাড়া আরও ৪৭ জন বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। 

বজ্রপাতে মৃত্যু এড়াতে আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে বজ্রপাত শুরুর ১৫ মিনিট আগে ঘটনাস্থলের সবার মোবাইলে সতর্কতামূলক মেসেজ পাঠানোর দাবি জানিয়েছে থান্ডার্সটর্ম অ্যাওয়ারনেস ফোরাম। 

এছাড়া ছয় দফা দাবিতে বজ্রপাত থেকে সুরক্ষায় ব্যবহৃত যন্ত্র আমদানিতে শুল্ক ছাড় দেয়ার বিষয়টিও ছিল। 

ফোরামের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের সভাপতিত্বে সেখানে ফোরামের সাধারণ সম্পাদক রশিম মোল্লা এবং এর গবেষণা দলের প্রধান আবদুল আলীম ও নুরে আলীম উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত