বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তেল-চিনি -ডাল-খেজুরসহ ছয় পণ্যের দাম নির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪০, ১২ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:৪৫, ১২ এপ্রিল ২০২১

৩৩২

তেল-চিনি -ডাল-খেজুরসহ ছয় পণ্যের দাম নির্ধারণ

তেল-চিনি -ডাল-খেজুরসহ ছয় পণ্যের দাম নির্ধারণ
তেল-চিনি -ডাল-খেজুরসহ ছয় পণ্যের দাম নির্ধারণ

কৃষি বিপণন অধিদপ্তর ছয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে নুতন দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলো। দাম বেঁধে দেওয়া পণ্যগুলো হলো  ছোলা,  পেঁয়াজ,  ভোজ্যতেল,  মসুর ডাল,  চিনি ও খেজুর। 

সোমবার (১২এপ্রিল) কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে পণ্যের চাহিদা ঠিক করা হয়েছে। এই চাহিদার বিপরীতে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দেশের উৎপাদন, আমদানির পরিমাণ, আমদানির মূল্য বিবেচনা করা হয়েছে।           

        নতুন বেঁধে দেওয়া দাম অনুযায়ী- 

  • ছোলা কেজিপ্রতি ৬৩ থেকে ৬৭ টাকা
  • পেঁয়াজ ৪০ টাকা
  • ভোজ্যতেলের এক লিটারের বোতল ১৩৯ টাকা,  পাঁচ লিটার ৬৬০ টাকা
  • মোটা দানার মসুর ডাল ৬৭-৬৯ টাকা ও সরু দানার ৯৭ থেকে ১০৩ টাকা
  • চিনির খুচরা মূল্য কেজিপ্রতি ৬৭ থেকে ৬৮ টাকা
  • সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৮০-১০০ ও মধ্যম মানের ২০০-২৫০ টাকা

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, রোজার বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঢাকায় ২৮টি মনিটরিং দলও কাজ করবে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী রমজান মাসে প্রায় ৮০ হাজার মেট্রিক টন ছোলা, তিন লাখ টন পেঁয়াজ, দুই লাখ টন ভোজ্যতেল, ৮০ হাজার টন মসুর ডাল, এক লাখ ৩৬ হাজার টন চিনি ও ৪০ থেকে ৫০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত