শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১

৭৮০

বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প মেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ার আলতাফুন নেছা মাঠে মাসব্যাপী 'বিসিক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এ মেলা হচ্ছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া, জাফর বায়েজীদ, আঞ্চলিক পরিচালক (রাজশাহী), এ্যাডভোকেট এ. কে এম মাহবুবর রহমান, মেয়র, বগুড়া পৌরসভা, মো. মাসুদুর রহমান মিলন, সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  উজ্জ্বল কুমার ঘোষ।

বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে, যাতে উদ্যোক্তারা উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। ক্রেতা সাধারণকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার আহ্বান জানান তিনি।

মেলায় ৮০টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি-পিস, চামড়া ও চামড়াজাত, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ যারা নিয়েছেন, তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য এবং মধু বিক্রয় করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত