শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজয় দিবসেই মেট্রোরেল চলবে আগারগাঁও-উত্তরা রুটে

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৮:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৭৫০

বিজয় দিবসেই মেট্রোরেল চলবে আগারগাঁও-উত্তরা রুটে

চলতি বছরে মহান বিজয় দিবসেই রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শন করে তিনি এ কথা জানান।

রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। উদ্বোধনের পরিকল্পনা নিয়ে প্রকল্পের দেশি-বিদেশি সংশ্লিষ্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন।’

করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত