শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১ || ০২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাশ্রয়ী মূল্যে বিশ্ব মানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল টার্কিশডক

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৭, ২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১২:৩২, ২ সেপ্টেম্বর ২০২৩

৪০৪

সাশ্রয়ী মূল্যে বিশ্ব মানের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল টার্কিশডক

সাশ্রয়ী মূল্যে বিশ্ব মানের স্বাস্হ্য সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাএা শুরু করল তুরস্কভিওিক প্রতিষ্ঠান টার্কিশডক।

বাংলাদেশের প্রতিষ্ঠানের সাথে যৌথ আয়োজনে স্বাস্হ্য সেবার এবং স্বাস্হ্য-পর্যটনের নতুন দ্বার উন্মোচনে ‘টার্কিশডক বাংলাদেশ’ নামের এ প্রতিষ্ঠান টির ঢাকা অফিস শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রাজধানির গুলশানে উদ্বোধন করা হয় ।

বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিষ্ঠান টির কার্যালয় উদ্বোধন করেন ।

এদিন সকালে আনুষ্ঠনিক উদ্বোধনের পরি বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।

টার্কিশডক এর গ্লোবাল সিইও মেহমেত ফাইক গোকসু, বাংলাদেশ এর কানটরি হেড জনাব নূর করিম  রবিন , ম্যানেজিং পার্টনার জনাব আরিফ আহমেদ , হেড অব অপারেশনস মিঃ আইহান সেন সহ সিনিয়র কর্মকর্তা বৃন্দ এসময় উপস্হিত ছিলেন ।

পরতিষঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করে তুরস্কের রাষ্ট্র দূত বলেন স্বাস্হ্য সেবার সরবাধুনিক প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের উন্নত তর , আধুনিক সেবার মান নিশ্চিত করায় বিশ্বে এখন তুরস্কের বিভিন্ন স্বাস্হ্য সেবা প্রতিষ্ঠান উল্ল্যেখযোগ্য কৃতিত্ব, শ্বীকৃতি এবং গ্রহনযোগতা অর্জন করতে সক্ষম হয়েছে ।

বাংলাদেশের সাথে তুরস্কের স্বাস্হ্য সেবা বিষয়ক কোলাবরেশন তৈরি হলে এদেশে সেবা প্রার্থী রা অবশ্যই ভীষন উপকৃত হবে ।

জনাব নূর করিম এসময় প্রতিষ্ঠান টির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ।

তিনি বলেন টার্কিশডক সাশ্রয়ী মূল্যে উন্নত এবং বিশ্বমানের গুনগত চিকিৎসা প্রদানের লক্ষ উদ্যেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে । এটি মানুষের আর্থিক সংগতির কথা বিবেচনায় রেখে সে অনুযায়ী সেবা দানের সামগ্রিক প্রস্তুতি গ্রহন করতে বদ্ধ পরিকর।
তিনি বলেন ভারত, থাইল্যন্ড , মালয়েশিয়া , সিংগাপুরে আমাদের দেশ থেকে অনেক রোগী চিকিৎসার জন্য যায় আজ একটি বিকল্প ডেস্টিনেশন হিসেবে আমরা তুরস্কের সাথে যাএা শুরু করছি , এখন প্রতিযোগিতা পূর্ন বাজার তাই যারা সেবায় , গুনগত মানে এবং ব্যয় সাশ্রয়ে এগিয়ে থাকবে তাঁরাই টিকে থাকবে ।

ম্যানেজিং পার্টনার জনাব আরিফ আহমেদ বলেন টার্কিশডক তুরস্কের কোন সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের বাংলাদেশ এজেন্ট নয় বরং সে দেশের উন্নত তর এবং সাশ্রয়ে সেবা দান কারি যে কোন প্রতিষ্ঠানের সাথেই কোলাবোরেট করে বাংলাদেশের সেবা প্রত্যাশী রোগীদের জন্য সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য ।

তিনি বলেন চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা। এবং অধিকার সুতরাং তার সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা তাকে পেতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করব।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত