রোববার   ০৩ ডিসেম্বর ২০২৩ || ১৮ অগ্রাহায়ণ ১৪৩০ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলংকার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৫১, ১ সেপ্টেম্বর ২০২৩

১৫০

শ্রীলংকার ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ

শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে ১৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটিকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এর পর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলংকাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত