বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিয়োগপ্রাপ্ত নতুন অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট 

১৮:০৩, ১৯ জুন ২০২২

আপডেট: ১৮:০৩, ১৯ জুন ২০২২

৪২৪

নিয়োগপ্রাপ্ত নতুন অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৮ জন অফিসারদের তৃতীয় ব্যাচের ১০দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার  (১৯ জুন) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এসময় শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।

উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উপব্যবস্থাপনা পরিচালক অফিসারদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত