শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট পুনঃসচল

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

৪২৮

১০ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট পুনঃসচল

অস্বাভাবিক ও অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের কারণে বন্ধ হয়ে যাওয়া আরো সাড়ে পাঁচ হাজারের বেশি অ্যাকাউন্ট পুনঃসচল করেছে ‘নগদ’ কর্তৃপক্ষ। এ নিয়ে পুনঃসচল হওয়া অ্যাকাউন্ট সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।

কয়েক দফা যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হচ্ছে। একইভাবে অতি অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে গ্রাহকদের দেওয়া তথ্য মার্চেন্টের সঙ্গে ক্রস-ভ্যারিফিকেশনের মাধ্যমে বাকি অ্যাকাউন্টগুলোর পুনঃসচল করা হবে।

ইতিমধ্যে পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলোতে আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করাসহ ‘নগদ’-এর সব সেবা উপভোগ করতে পারছেন। 

সাম্প্রতিক সময়ে কিছু ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেন পরিলক্ষিত হলে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কিছু অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড হয়ে যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত