শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অকারণে কর্মী ছাঁটাই করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট

০০:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:০২, ১৪ সেপ্টেম্বর ২০২১

৪৭৫

অকারণে কর্মী ছাঁটাই করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

করোনা মহামারী শুরু হয়োর পর থেকে দেশের বেসরকারি ব্যাংকগুলোতে প্রতিনিয়ত কর্মী ছাঁটাই চলছে। তবে এই ছাঁটাইয়ের বিপক্ষে বাংলাদেশ ব্যাংক। সুনির্দিষ্ট কারণ ছাড়া কেউ যেন ছাঁটাইয়ের শিকার না হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।

কারণ কর্মীদের কারণে করোনার মধ্যে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি মুনাফা করেছে। এরপরও অনেক ব্যাংক অকারণে কর্মী ছাঁটাই করেছে। ফলে পুরো ব্যাংক খাতের কর্মীরা আতঙ্কে ভুগছেন। করোনাভাইরাসের কারণে চাকরি ছাঁটাইয়ের প্রমাণ পেলে সেই ব্যাংকের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন রিপোর্ট জানাচ্ছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ব্যাংকের ৩ হাজার ৩১৩ জন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ৩ হাজার ৭০ জন। আর ১২ কর্মকর্তাকে ছাঁটাই, ২০১ কর্মকর্তাকে অপসারণ ও ৩০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত