বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

স্টাফ করেসপন্ডেন্ট

০১:১২, ১৮ জুলাই ২০২১

৫০১

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের  সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারকরা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ২৫ জুলাই থেকে আবারও এ বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, বন্দর বন্ধ থাকার বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুর স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, সোনামসজিদ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তবে, ইমিগ্রেশন খোলা থাকবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত