শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত থেকে তুলা আনবে সরকার!

নিউজ ডেস্ক

১৩:১২, ১৭ জুলাই ২০২১

৫৬৯

ভারত থেকে তুলা আনবে সরকার!

ভারত থেকে তুলা আনবে বাংলাদেশ। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে এমন খবর দিয়েছে ফাইবার টু ফ্যাশন নামের একটি সংবাদ মাধ্যম। খবরটিতে বলা হয়েছে ভারতের তুলা কর্পোরেশন এই সমঝোতা স্মারক সমন্বয় করছে। এর আওতায় বাংলাদেশে ১০ লাখ বেল তুলা রপ্তানি করবে ভারত।

স্মারকটি গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় স্বাক্ষর হওয়ার কথা থাকলেও ভারতীয় নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। 

ভারত থেকে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ বেল (প্রতি বেলে ১২০ কেজি) তুলা আমদানি করে বাংলাদেশ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যাক্তি মালিকানা পর‌্যায়ে সম্পন্ন হয়। এবারই প্রথম ভারতের তুলা কর্পোরেশন সরাসরি বাংলাদেশ সরকারের সাথে চুক্তি সইয়ের মাধ্যমে তুলা পাঠানোর উদ্যোগ নেয়। ভারতীয় মিডিয়াগুলোর বরাতে ফাইবার টু ফ্যাশন জানায়, এখন এই সমঝোতা চুক্তি অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে।

লাদেশের পক্ষ থেকে এই খবরে কোনো উদ্ধৃতি নেই। তবে খবরের বরাতে বলা হয়েছে, ভারতের ব্যক্তি মালিকদের তুলনায় সরকারিভাবে তুলা আনতে গেলে বেশি সময় লেগে যায়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত