শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই দশকেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার

স্টাফ করেসপন্ডেন্ট

১০:৫১, ১৪ এপ্রিল ২০২১

৪৬৯

দুই দশকেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার

রমনা বটমূলে বোমা হামলা
রমনা বটমূলে বোমা হামলা

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দেড় যুগেও বেশী সময় পার হলেও এখনো মামলাটির বিচার শেষ হয়নি। আর কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরফ আইনে দু'টি মামলা দায়ের করে করা হয়। ২০১৪ সালে হত্যা মামলার রায় হয়। কিন্তু রায়ের ৭ বছর পেরিয়ে গেলেও তা কার্যকর হচ্ছেনা বোমা হামলার মামলার কারণে।

বর্তামানে বিস্ফোরফ আইনের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সর্বশেষ গত ৫ এপ্রিল মামলাটির তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য ছিলো। কিন্তু এসময় করোনাভাইরাসের সংকমণ বেড়ে যাওয়ায় আদালতের কার্যক্রম সীমিত করে দেয় সরকার। যার ফলে ওইদিনও সাক্ষ্যগ্রহণ হয়নি। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঞা জানান, মামলাটির বিচার প্রায় শেষের দিকে চলে এসেছে। গত বছরে মামলার তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ কয়েক দফা পেছিয়ে গেছে। এছাড়াও  মামলার আসামিরা একাধিক মামলায় জড়িত থাকায় বিচার বিলম্বিত হচ্ছে। তাছাড়া করোনাভাইরাসও বিচারের বাঁধা সৃষ্টির অন্যতম কারণ। তবে রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত বিচার শেষ করার চেষ্টা  করা হচ্ছে। 

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় আরও একজন। ওই ঘটনায় রাজধানীর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করেন। ঘটনার প্রায় ৮ বছর পর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় তদন্ত কর্মকর্তা বারবার পরিবর্তন, সম্পূরক অভিযোগপত্র দাখিল, বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তদন্ত কর্মকর্তাদের আদালতে সাক্ষ্য দিতে না আসার কারণে বিচার শুরু হতে দেরি হয়।

২০০৮ সালের ৩০ নভেম্বর মামলার ৮ম তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ মামলা দু'টির চার্জশিট আদালতে দাখিল করেন।

২০০৯ সালের ১ জানুয়ারি বিচারের জন্য মামলা দুটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যায়। ওই আদালতে একই বছরের ১৬ এপ্রিল পৃথক মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আবদুল হাই ও মাওলানা শফিকুর রহমান।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন- শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আবদুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের। দণ্ড পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত