শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শফী হত্যা মামলায় বাবুনগরীসহ ৪৩ জনের বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০৩, ১২ এপ্রিল ২০২১

৫০৬

শফী হত্যা মামলায় বাবুনগরীসহ ৪৩ জনের বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদন

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আহমেদ শফীর মৃত্যুর ঘটনায় হত্যার প্ররোচনা মামলায় আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এতে মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর নাম রয়েছে।

সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন জমা দেয় পিবিআই।

গত সেপ্টেম্বরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ব্যাপক হাঙ্গামার সময় অসুস্থ হয়ে ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির ও কওমি আলেমদের গুরু শাহ আহমেদ শফী।

তার মৃত্যুর বিষয়টি কওমিপন্থীদের মধ্য স্পষ্টতই বিরোধ তৈরি করেছে। একপক্ষ মনে করছে তার মৃত্যুর আগে মাদ্রাসায় যে হাঙ্গামা হয়েছে তাতে শফীকে অপমান, মানসিক নির্যাতন করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তার চিকিৎসায় বাধা দেয়া হয়েছে, অক্সিজেনের নল ছিড়ে ফেলা হয়েছে, অ্যাম্বুলেন্স আসতেও দেয়া হয়নি। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা বলেছেন,  সেখানে নিতে দেরি হয়ে গেছে।

হেফাজতের মধ্যে বিবাদের মধ্যে গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন।

এতে অভিযোগ করা হয়, আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে’ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়। কয়েক দফা সময় নিয়ে পিবিআই সোমবার আদালতে প্রতিবেদনটি দাখিল করে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত