বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৬, ৭ এপ্রিল ২০২১

৪১৪

পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব
পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আবারো তলব করেছেন হাইকোর্ট। তার সঙ্গে আরো ১২৮ জনকে তলব করা হয়েছে।

আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (৭ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন। হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও বুধবার (৭ এপ্রিল) এ আদেশের কপি পাওয়া গেছে। 

ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এতথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত