শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫১ বারেও দাখিল হয়নি মাওলানা ফারুকী হত্যার প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৭, ৪ মার্চ ২০২১

আপডেট: ১২:১০, ৪ মার্চ ২০২১

৬৫৯

৫১ বারেও দাখিল হয়নি মাওলানা ফারুকী হত্যার প্রতিবেদন

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’য়ের ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫১ বারেও দাখিল হয়নি। বৃহস্পতিবার (৪ মার্চ ) মামলাটির  তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় দিন ধার্য ছিল। 

কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরবর্তী তারিখ হিসেবে আগামী ১৩ দিন এপ্রিল ধার্য
করেন। 

২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসার মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নুরুল ইসলাম ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধান’ উপস্থাপনা করতেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত