শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩০, ২ মার্চ ২০২১

৪৬৪

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের বিরুদ্ধে চার্জশিট

আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিম
আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিম

চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদ ও শুল্ক ও কর ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা দেলোয়ার হোসেন ২৮ ফেব্রুয়ারি দিলদার হোসেন সেলিমকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন।

২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি মামলা উত্তরা থানায় একটি মামলা ও রমনা থানায় একটি মামলা হয়।

আগামী ৭ তারিখে মামলাটির বদলীর আদেশের জন্য রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত