শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাকরি দেওয়ার কথা বলে গণধর্ষণ: বিআইডব্লিউটিএ কর্মীসহ ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:০৫, ২ মার্চ ২০২১

৪৭৩

চাকরি দেওয়ার কথা বলে গণধর্ষণ: বিআইডব্লিউটিএ কর্মীসহ ২ জন রিমান্ডে

রাজধানীর সবুজবাগ এলাকায় এক নারীকে (৩৫) চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড প্রাপ্তরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সনজিব কুমার দাস ও তার সহযোগী আনিকা।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১ মার্চ) দিবাগত রাতে মাদারটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।

জানা যায়, কেরানীগঞ্জের বাসিন্দা এক নারীকে ব্যাংকে চাকরি দেয়ার নাম করে গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকের একটি বাসায় ডেকে নিয়ে যান সনজিব দাস। তার সঙ্গে রাসেল, জামাল, আজিজুর রহমান ও আনিকা নামে এক নারী ওই বাসায় ছিলেন। সেখানেই ওই নারীকে সনজিবসহ বাকিরা ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল সোমবার সবুজবাগ থানায় সনজিবকে ১ নম্বর আসামি করে আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত