শনিবার   ২২ মার্চ ২০২৫ || ৮ চৈত্র ১৪৩১ || ২০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৪৫, ২০ নভেম্বর ২০২৩

৩১৭

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে।

মির্জা ফখরুলের জামিনের আশা করছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এদিকে জামিনের বিরোধীতা করবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল।

গত ২৮ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।   পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত