রোববার   ০১ অক্টোবর ২০২৩ || ১৫ আশ্বিন ১৪৩০ || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

১৪৬

কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের মামলা

মাইলস ব্যান্ড এর কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদের গান কপি করার অভিযোগে কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লি. এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশিকুন নবী ও ডিরেক্টর আশিফুন নবীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে কপিরাইট আইনে মামলা করেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
মামলায় শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব,আমাজন, আই টিউনস, এ্যাপল মিউজিক প্রচার করে অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
খবর বিভাগের সর্বাধিক পঠিত