ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
![]() |
রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ।
শনিবার (১৮ মার্চ) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ কথা বলেন।
তিনি আরও জানান, সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ী জব্দ করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি, ১০ লাখ টাকা।
ডিবি প্রধান আরও জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। তার কাছে নকল চাবি ছিলো। এ ঘটনায় ৭ জন ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মোট গ্রেপ্তার করা হয় ১২ জনকে।
এ ঘটনায় ৭ জন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ডিবি।
এর আগে গত ৯ মার্চ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী