শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুজির ৩ সদস্যের স্বীকারোক্তি, ২ জন ফের রিমান্ডে, একজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

৩৪৯

হুজির ৩ সদস্যের স্বীকারোক্তি, ২ জন ফের রিমান্ডে, একজন কারাগারে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) এর গ্রেপ্তার ৬ সদস্যের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুইজনের ফের তিন দিনের রিমান্ড এবং একজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) তিন দিনের রিমান্ড শেষে রমনা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই তৌহিদুল ইসলাম।

এদের মধ্যে মো. সাইফুল ইসলাম, মো. দীন ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড, মো. ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের ফের সাত দিনের রিমান্ড এবং মো. সুরুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের পুনরায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন। একই আদালত সুরুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ জানুয়ারি এ ৬ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে ২৭ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ৬ জনকে গ্রেপ্তার করে সিটিটিসি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত