বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিম্ম আদালত পুলিশের নিরাপত্তায় এলো বুলেটপ্রুফ জ্যাকেট-হ্যালমেট

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৬, ২২ নভেম্বর ২০২২

২৮৭

নিম্ম আদালত পুলিশের নিরাপত্তায় এলো বুলেটপ্রুফ জ্যাকেট-হ্যালমেট

ঢাকার নিম্ম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনার প্রেক্ষিতে আদালতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য ৩০টি হেলমেট ও ৩০টি বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) আদালতের হাজতখানায় এসব সামগ্রী যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, এখন থেকে জঙ্গিসহ চাঞ্চল্যকর মামলার আসামিদের হাজতখানা থেকে এজলাস কক্ষে আনা নেয়ার সময় পুলিশ সদস্যরা এসব নিরাপত্তা সামগ্রী ব্যবহার করবেন।

উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত