শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক যুবক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

৪৪৫

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে সাদা কাপড়, ছুরিসহ আটক পাঁচজনের মধ্যে মো. শহীদুজ্জামান রাজিব নামে এক যুবকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আরিফুল আলম আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ রিমান্ডে আদেশ দেন।

রিমান্ডকৃত শহীদুজ্জামান রাজিব (৩৩) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ইমাম হোসেনের ছেলে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেয়া মহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ। এ অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়। অনুষ্ঠান স্থল থেকে রিমান্ডকৃতসহ ৫ জনকে চাকু ও কাপড়সহ আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আটক অপর ৪ জন ছিলেন - ভোলা জেলার শশীভূষণ থানার লংলাপাতা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আসিফ ইকবাল (৩৫), একই থানার চরপাড়া এলাকার ফিরোজের ছেলে ফয়সল (১৮), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ববুড়লিয়া গ্রামের মৃত আলাবক্স শেখের ছেলে রমজান হোসেন (৩০) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মহাজনপুর গ্রামের আবুল কাসেমের মেয়ে তানিয়া (৩০)। পরে  শুধু মো. শহীদুজ্জামান রাজিবের বিরুদ্ধে মামলা হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত