বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার: জিকে শামীম

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

৪২৮

আমি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার: জিকে শামীম

আমি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন কথিত যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলামের আদালত জিকে শামীমসহ তার সাত দেহরক্ষীকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

রায়ের প্রতিক্রিয়ায় জি কে শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। গভীর ষড়যন্ত্র ও চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, স্বার্থের জন্য আমার সিন্ডিকেটের লোকজন ফাঁসিয়ে দিয়েছে।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত