শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই কিশোরীকে গণধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:০৬, ২২ সেপ্টেম্বর ২০২২

৩১৬

দুই কিশোরীকে গণধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে গণ ধর্ষণের অভিযোগের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ সোহেল বেপারী, রানা বেপারী ও  মোঃ আক্তার আলী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল (পলাতক) নামে এক আসামিকে খালাস প্রদান করা হয়।  রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর  কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন।
২০২০ সালের ৮ অক্টোবর  রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় 'নক' করেন। বাসার দরজা খুললে আসামিরা  বাসায় ঢুকে বাসার দরজা লাগিয়ে গণধর্ষণ করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস মাদব বাদী হয়ে মামলা করেন।
গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির চার্জশিটভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত