শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মামলা প্রত্যাহারে বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা চান জেমস-মাইলস

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:০৯, ৬ ডিসেম্বর ২০২১

৪৬৭

মামলা প্রত্যাহারে বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা চান জেমস-মাইলস

মামলা প্রত্যাহারে বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা চান জেমস-মাইলস
মামলা প্রত্যাহারে বাংলালিংকের কাছে ১০ কোটি টাকা চান জেমস-মাইলস

বাংলালিংকের অনুমতি ছাড়া গান ব্যাবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি  বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে জন্য ১০ কোটি টাকা দাবি করেছেন বাউল ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদ।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে অন্তবর্তীকালীন জামিনে থাকা বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল  আলম, প্রধান কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস  অনিক ধর আদালতে হাজির হন। 

তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন স্থায়ী করার আবেন করেন। শুনানিতে তাদের আইনজীবীরা আদালতকে বলেন, ‘বাদীপক্ষের সাথে মামলা নিয়ে আপোষের কথাবার্তা চলছে। তারা ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে আসামিদের চিঠিও দিয়েছে। এনিয়ে উবয়পক্ষ বৈঠকে বসবে। আশা করছি, কিছুদিনের মধ্যে মামলাটি আপোষ হয়ে যাবে। এমতাবস্থায় আসামিদের স্থায়ী জামিনের প্রার্থনা করছি।'

শুনানি শেষে আদালত আসামিদের স্থায়ী জামিনের আদেশ দেন। আগামি ৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

গত ৩০ তারিখ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। ৬ তারিখ পর্যন্ত তাদের জামিন দেন। এদিন তারা আদালতে এসে জামিন স্থায়ীর আবেদন করেন। 

আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন,  জেমস এবং মাইলসের পক্ষ থেকে মামলাটি আপোষে ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়ে চিঠি দেয়া হয়েছে। এনিয়ে দুই পক্ষ বৈঠকেও বসবেন। তাদের আপোষের কথাবার্তা চলছে।’   
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত