শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৫২, ১৮ অক্টোবর ২০২১

৩৪৮

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু

নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে বনানীর এফআর টাওয়ারের ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমসহ চার জনের বিরুদ্ধে চার্জ বা অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।  এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বিচার শুরু হওয়া অপর আসামিরা হলের, এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান।

বিচার শুরু হওয়া চার আসামিই জামিনে আছেন।

এফআর টাওয়ারের ১৫ তলা অনুমোদন থাকলেও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ লঙ্ঘন করে নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা পর্যন্ত ভবন নির্মাণের অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছর ২৯ অক্টোবর পাঁচ জনের বিরুদ্ধে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত