শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোয়েন্টিফোর টিকেট ডটকম’র পরিচালকের জামিন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:২৩, ১২ অক্টোবর ২০২১

৪২০

টোয়েন্টিফোর টিকেট ডটকম’র পরিচালকের জামিন নাকচ

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ডিজিটাল নিরাপত্ত আইনের মামলায় অনলাইন ট্রাভেল এজেন্সি টোয়েন্টিফোর টিকেট ডটকম’র পরিচালক এম মিজানুর রহমান সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন। প্রতিষ্ঠানটির আরেক পরিচালক মো. রাকিবুল হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১০ অক্টোবর সিআইডি পুলিশ এম মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক সাগর আলী। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. লিয়াকত আলী এসব তথ্য জানান।

জানা গেছে, বিমানের টিকেট বিক্রির কথা বলে চার কোটি ৪৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় ইকর্মাস কোম্পানি টোয়েন্টিফোর টিকেট ডটকম। গ্রাহকসহ ৬৭টি এজেন্টের কাছে এ টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি।

মূলত এয়ারলাইন্সগুলো টিকেটের নির্ধারিত মূল্যে ৭ শতাংশ ছাড় দিয়ে থাকে। সেখানে টোয়েন্টিফোর ডটকম ১২ শতাংশ ছাড় দিত। একারণে অনেক এজেন্ট তাদের কাছ থেকে টিকেট কিনে গ্রাহকদের বিক্রি করত। কিন্তু সেই টিকেট নিয়ে বিমানবন্দর যাওয়ার পর গ্রাহক জানতে পারেন, তা বিক্রি হয়নি। এভাবেই প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় মুসা মিয়া সাগর নামে এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত