শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট

১২:১১, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১২:১৩, ১২ অক্টোবর ২০২১

৪২৯

আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক দশ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন। 

মামলার অন্য আসামিরা হলেন, এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান। 

ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগটি দায়ের করা হয়।

গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন৷
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত