বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

১৩:০৬, ১০ মে ২০২১

৪৪২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

রবিবার সকালে ভেসে আসা ডলফিন।
রবিবার সকালে ভেসে আসা ডলফিন।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার সকাল ৮টায় সৈকতে ডলফিনটি দেখতে পাওয়া যায়। 

এর আগে রবিবার বেলা ১১টা এবং রাত ৯টায় সৈকত থেকে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়্। তিন ডলফিনকেই সোমবার সকালে মাটি চাপা দেয়া হয়। 

স্থানীয়রা জানান, ডলফিনগুলোর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।

তবে ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ অ্যাক্টিভিটি থেকে বলা হয়,  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে একশ্রেণির জেলেরা হাজারি বড়শি (দড়ির সঙ্গে ৬ ইঞ্চি পরপর বড়শি পাতা থাকে) ফেলা হয়। দড়ির সঙ্গে বড়শি বাঁধা থাকে ৮শ থেকে ১ হাজার। বড়শিগুলো মাটির সঙ্গে মিশিয়ে ফেলে রাখা হয়। করা হচ্ছে, ডলফিনগুলো এ ধরনের বড়শিতে আটকা পড়ে আঘাত পেয়ে মারা গেছ।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত