বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজিবি টহলের মধ্যেও শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় হাজারো যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৯, ৯ মে ২০২১

আপডেট: ১২:৪৮, ৯ মে ২০২১

৪৫৩

বিজিবি টহলের মধ্যেও শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় হাজারো যাত্রী

অ্যাম্বুলেন্স ও যাত্রী নিয়ে সকালে ঘাট ছেড়েও গেছে একটি ফেরি
অ্যাম্বুলেন্স ও যাত্রী নিয়ে সকালে ঘাট ছেড়েও গেছে একটি ফেরি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদে ঘরমুখী যাত্রীদের অবাধে পারাপার ঠেকাতে শিমুলিয়া ঘাটে রবিবার (৮ মে) সকাল থেকে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল। এর মধ্যেও ঘাটে আসছেন যাত্রীরা। অ্যাম্বুলেন্স ও যাত্রী নিয়ে সকালে ঘাট ছেড়েও গেছে একটি ফেরি।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশের কর্মকর্তা হিলাল উদ্দিন বলছেন, ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ। তবে সকালে কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে একটি ছোট ফেরি এ ঘাট থেকে ছেড়ে গেছে। 

জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স জড়ো হওয়ায় সকাল পৌনে ১০টার দিকে ফেরি শাহপরান ছেড়ে যায়। ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৩৫০টি যানবাহন।

তবে গত দুদিনের মতো বেসামাল যাত্রী নিয়ে কোনোও ফেরি পারাপার হতে দেখা যায়নি। 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত