বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও

১৪:৫৯, ১৮ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:০০, ১৮ এপ্রিল ২০২১

৪১৩

বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শ্রী কৃষ্ণ চন্দ্র (৩৪)। তবে স্ত্রী বেঁচে আছেন। রবিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ভানোর ইউনিয়নের দাফাদার টুলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এঘটনায় নিহতের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। নিহত শ্রী কৃষ্ণ ওই এলাকার খাটাসু চন্দ্রের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে শ্রী কৃষ্ণ’র স্ত্রী রাধিকা রাণী বাড়ীর পুকুরের ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকে। এসময় তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। এদিকে ছেলে ও ছেলে বৌকে বিদ্যুতায়িত হতে দেখে তাদের বাঁচাতে গিয়ে মা বিমলা রাণীও বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কৃষ্ণকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত রাধিকা ও বিমলা রাণীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার বন্দোবস্ত করি।


 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত