শীতলক্ষ্যায় ভেসে উঠলো আরও ৬ লাশ, নিহত বেড়ে ৩৫
শীতলক্ষ্যায় ভেসে উঠলো আরও ৬ লাশ, নিহত বেড়ে ৩৫
![]() |
শীতলক্ষ্যায় ভেসে উঠলো আর ৬ লাশ, নিহত বেড়ে ৩৫ |
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় আরও ৬ জনের লাশ ভেসে উঠেছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে।
নৌযানটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ২০ জন সাঁতরে তীরে উঠেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডুবে যাওয়ার ১৮ ঘন্টা পর সোমবার দুপুরে লঞ্চটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ৭ সদস্যের ও বিআইডব্লিউটিএ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
নারায়ণগঞ্জ বিআইডব্লিটিআই এর ট্রাফিক পরিদর্শক বাবু লাল জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশন থেকে এমবি হাবিব আল হাসান নামে লঞ্চটি বন্দর কালুঘাট শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় পেছন থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিয়ে ভাসিয়ে ৫০ ফুট দূরে ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। কার্গো জাহাজটিকে আটক করতে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
সন্ধ্যার পর বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। এরপর রাতে আবার শুরু হয় উদ্ধার কাজ। সে সময় আহত ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয় এবং ১১ জনকে হাসাপতালে নেওয়া হয়।
উদ্ধার অভিযানে আছে ফায়ার সার্ভিস,কোস্টগার্ড,নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো.সালেউদ্দিন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান শেষ করা হলেও ফায়ার সার্ভিস অভিযান চলমান রেখেছে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের তথ্য পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

আরও পড়ুন
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- অস্তিত্ব হারাতে বসেছে দেড়শ’ বছরের পুরনো হাট
- হস্তশিল্পে পাল্টে যাচ্ছে জামালপুরের অর্থনীতি
- সাতক্ষীরার ৪ খুনের মামলায় নিহতের ছোট ভাই রায়হানুল গ্রেপ্তার
- তারা জানেন না কিভাবে নিবন্ধন, কিভাবে পাবেন করোনার টিকা
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ