বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চুয়াডাঙ্গায় এ কোন র্ববরতা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা

১৫:২৩, ৩ এপ্রিল ২০২১

৪৯১

চুয়াডাঙ্গায় এ কোন র্ববরতা!

চুয়াডাঙ্গায় ডোমের ছেলে বাঁশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করায় নানা হেনস্তার শিকার হতে হচ্ছে নবদম্পতকি। পবিত্রতার কথা বলে সমাজপতিরা পরপুরুষের সামনে নববধূর শরীরে ছিটিয়ে দিয়েছে মদ।

এ বিষয়ে নির্যাতিতার পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সুষ্ঠু বিচার চেয়ে লিখিত আবদেন করেছেন।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িপাড়ার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোমের সঙ্গে প্রায় দুই মাস আগে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাঁশফোঁড়ের বিয়ে হয়। বিয়ের বিষয়টি ডোম সমাজের লোকজন জানতে পেরে গত ২৩ মার্চ রাতে বিচার সালিশ বসায়।

বিচারে রতন, চলুয়া, দুখু, বাদল, হিরুসহ বেশ কয়েকজন মিলে নববূর পবিত্রতার নামে শতাধিক পুরুষের সামনে মদ ছিটিয়ে দেওয়া হয়। সালিশে তাদের ৬ হাজার টাকা জরিমানাও করা হয়। সেই সাথে সালিশকারীরা আগামী ২০ দিনের মধ্যে দেশের ডোম সম্প্রদায়ের নেতাদের দাওয়াত করে খাওয়াতে হবে বলে নির্দেশ দেন। 

এ বিষয়ে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের নেতৃবৃন্দ জানান, বুঝতে পারলাম না কেন বিচারের মুখোমুখি হতে হলো ছেলে ও তার বউকে। সমাজে নানাভাবে হেয় করছে বিচারের নামে। বিচারের নামে নববধূর শরীরে মদ ছিটানো হয়েছে। নারীর সম্মানহানি করা হয়েছে। এর সুষ্ঠু বিচারের দাবিও জানান তারা। 

চুয়াডাঙ্গা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী বলেন, আমি বিষয়টি জানি না। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব। বিচারের নামে এগুলো করা যাবে না।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত