শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্নীতি, অনিয়মের অভিযোগকে অসত্য বললেন গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাপাইনবাবগঞ্জ

১৮:২৭, ৮ মার্চ ২০২১

আপডেট: ১৮:৩০, ৮ মার্চ ২০২১

৬৪৫

দুর্নীতি, অনিয়মের অভিযোগকে অসত্য বললেন গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  জামাল উদ্দিন মন্ডল তার বিরুদ্ধে ইউপি সদস্যদের করা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইউপি সদস্যদের অভিযোগগুলো অসত্য ও ভিত্তিহীন। গত ১৮ ফেব্রুয়ারী ৮ জন ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র দাখিল করেন। সেখানে অভিযোগ করা হয়, এলজিএসপি, টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে সদস্যদেরকে প্রকল্প চেয়ারম্যান করা হলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্পূর্ণ গায়ের জোরে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন এবং তার মন মতো প্রকল্প বাস্তবায়ন করছেন। এছাড়া জামাল উদ্দিন ২৯ মাস থেকে সদস্যদের ভাতা আটকে রেখেছেন। সরকারের দেয়া বিভিন্ন প্রনোদনা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও দুস্থমাতা ভাতা ইত্যাদির তালিকা ওয়ার্ড সদস্যদের মাধ্যমে প্রস্তুত করার বিধান থাকলেও তিনি এককভাবে তালিকা করে করে যাচ্ছেন। 

সোমবার (৮ মার্চ) গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে জামাল উদ্দিন মন্ডল লিখিত বক্তব্যে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আগামী জুলাই-আগস্ট মাসে ইউপি নির্বাচনে অনেকে প্রার্থী হওয়ার জন্য তার বিরুদ্ধে কিছু রাজনৈতিক ব্যক্তির যোগসাজশে ইউপি সদস্যরা এধরনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিষয় গুলো তদন্ত করা হলে সত্য তথ্য বেরিয়ে আসবে। 

সংবাদ সম্মেলনে অভিযোগকারী দুই সদস্যসহ পাঁচ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত