বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা

১০:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১০:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

৫৫২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ তারা সাতজন শ্রমিক শনিবার ভোর তিনটার দিকে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাইসাইকেলে বি.বি. ব্রিকস এ কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বুরহানউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত