শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্টার লাইনের খাদ্যপণ্যের কারখানায় আগুন, ২৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী

১০:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১০:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২১

৪৯৩

স্টার লাইনের খাদ্যপণ্যের কারখানায় আগুন, ২৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্টার লাইন ফুড প্রোডাক্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক।
প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্টার লাইন ফুড প্রোডাক্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক।

ফেনীর কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্ট লিঃ কারখানায় ভয়বাহ আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারটার দিকে এঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিজের ৮টি ষ্টেশনের ৯টি ইউনিট। 

অটো বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক শফিউল্লাহ শফি জানান, আমরা সবাই এক সাথে ফ্যাক্টরিত কাজ করছিলাম। হঠাৎ খবর এলো কাটন ফ্যাক্টরিতে আগুন লাগে। আমরা সবাই এসে ফায়ার ফায়ারিং দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করি। আগুনের খুব ভয়াবহতা দেখে আমরা কারখানা থেকে বাহিরে চলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের কাজ চালায়।

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন জানান, কারখানার ইনচার্জ আমাকে ফোন করে জানায় কার্টুন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা ফ্যাক্টরিতে এসে শ্রমিকদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কার্টুন তৈরির শেড থেকে পরে সেমাই,লুডুলস,মিষ্টির গোডাউনেও ছড়িয়ে পড়ে। এই আগুনে অন্তত ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

ফায়ার সার্ভিজের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৎসুদ্দী জানান, আমরা ১২টার দিকে খবর পাই স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রথমে আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করি। কিন্তু আগুনে ভয়াবহতা দেখে আমি আশপাশের জেলার ষ্টেশন গুলোকে খবর দিয়ে আরো ৫টি ইউনিট আমাদের সাথে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। কাগজে আগুন লাগায় নিয়ন্ত্রণে আনতে লেগেছে। আমরা প্রথমিক ভাবে ধারণা করছি আগুনের সূত্রপাত হয়েছে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত