বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুলিশের আশ্বাসে বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া

১৬:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৭:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২১

৫২৪

পুলিশের আশ্বাসে বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশের আশ্বাসের পর পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। 

বগুড়া মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ নেতা আব্দুল মান্নান আকন্দ জানান, বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়ার সাথে এক বৈঠকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বগুড়া মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ ও অফিস দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ-সাংবাদিকসহ ১০ জন আহত হয়। পুড়িয়ে দেয়া হয় কয়েকটি গাড়ি, মোটরসাইকেলসহ কাউন্সিলর আমিনুল ইসলামের কার্যালয়। এ ঘটনাকে কেন্দ্র করে অপরপক্ষের নেতা মঞ্জুরুল আলম মোহনের গ্রেফতার দাবিতে বুধবার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল মোটর মালিক গ্রুপের এক পক্ষ।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত